শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি বাড়ানোর ব্যাপারে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বৈঠকের আয়োজন করেছে মঙ্গলবার (২৪ মার্চ)। বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে জনসমাগম এড়াতে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে না উভয় মন্ত্রণালয়। বৈঠকের সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তাই আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। সচিব বলেন, তবে এইচএসসি পরীক্ষার পেছানো হয়েছে, এই বিষয়টিও আমাদের মাথায় থাকবে।
করোনার কারণে সারা দেশে নৌযান চলাচল বন্ধ পূর্ববর্তী

করোনার কারণে সারা দেশে নৌযান চলাচল বন্ধ

দেশে রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরবর্তী

দেশে রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কমেন্ট