শিক্ষার্থীদের কোডিং শেখাতে ফেইসবুকের নয়া উদ্যোগ

শিক্ষার্থীদের কোডিং শেখাতে ফেইসবুকের নয়া উদ্যোগ

শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ প্রগ্রামার হিসেবে গড়ে তুলতে শিক্ষাবিষয়ক নতুন প্রগ্রাম চালু করেছে ফেইসবুক। ‘কোডএফডাব্লিউডি’ নামের অনলাইনভিত্তিক এই প্রশিক্ষণে নারী শিক্ষার্থীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিক্ষার্থীরা বিনা মূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী এই প্রশিক্ষণ ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষায়ও দেওয়া হবে। খেলার ছলে শিশুদের কোডিং শেখানোর জন্য প্রযুক্তিনির্ভর খেলনা নির্মাতা ‘স্প্যারো’র সঙ্গেও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেইসবুকের এডুকেশন পার্টনারশিপ বিভাগের পরিচালক লরেন ওগবেচি জানান, এ ধরনের বেশ কিছু প্রগ্রাম নিয়ে কাজ করছে ফেইসবুক, যার মাধ্যমে প্রযুক্তিভিত্তিক পরবর্তী প্রজন্মের উদ্ভাবক তৈরি হবে।
এবার অ্যাপলের কারণে স্যামসাংয়ের মুখে হাসি! পূর্ববর্তী

এবার অ্যাপলের কারণে স্যামসাংয়ের মুখে হাসি!

এবার বিস্ফোরণের কবলে স্যামসাং গ্যালাক্সি নোট-৯! পরবর্তী

এবার বিস্ফোরণের কবলে স্যামসাং গ্যালাক্সি নোট-৯!

কমেন্ট