শিগগিরই সংসদে পাস হচ্ছে এইচএসসির অটোপাসের তিন বিল

শিগগিরই সংসদে পাস হচ্ছে এইচএসসির অটোপাসের তিন বিল

পরীক্ষা ছাড়াই কোভিড-১৯ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ (অটোপাস) সংক্রান্ত তিনটি বিল আগামী সপ্তাহের শুরুতেই সংসদে পাস হতে পারে। বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়ার বিধান থাকলেও বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান রেখে তিনটি বিল সংশোধনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। বিল তিনটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে পাসের জন্য সংসদে উত্থাপনের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা বিল তিনটির প্রতিবেদন উপস্থাপন করে তা পাসের জন্য সংসদে উত্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন। কমিটি সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদের চলমান একাদশ অধিবেশনের আগামী সপ্তাহের যে কোন কার্যদিবসেই বিল তিনটি পাস হতে পারে। এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ সংসদে উত্থাপন করেন। পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এসব বিল দ্রুত পাস করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিল তিনটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে দীপু মনি সংসদকে বলেন, ‘প্রস্তাবিত আইনে বিশেষ পরিস্থিতিতে অতিমারি, মহামারির কারণে বা সরকার কর্তৃক সময় নির্ধারিত কোনো অনিবার্য পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনা জারির বিষয় উল্লেখ রয়েছে।’
৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী পূর্ববর্তী

৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের উপহারের টিকা এলো বিশেষ বিমানে পরবর্তী

ভারতের উপহারের টিকা এলো বিশেষ বিমানে

কমেন্ট