শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে গত রাতে বন্ধ হয়ে গিয়েছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ রবিবার ভোর ৫টায় শুরু হয় ফেরি চলাচল। এর আগে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছিল। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর রবিবার ভোর ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক পূর্ববর্তী

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

স্কুলছাত্রীসহ দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সাভারে পরবর্তী

স্কুলছাত্রীসহ দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সাভারে

কমেন্ট