শিরোপা জিতেই বিশ্বকাপে যেতে চান মাশরাফি

শিরোপা জিতেই বিশ্বকাপে যেতে চান মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ দল। সিরিজে দুবারের মোকাবিলায় দুবারই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৭ মে টুর্নামেন্টের ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। তার আগে আগামীকাল বুধবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। সোমবার ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ উইকেটের অনায়াস জয় পায় মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রানের বেশি করতে পারেনি জেসন হোল্ডারের দল। জবাবে দুই ওপেনার এবং মিডলঅর্ডারের দৃঢ়তায় পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গেই ওয়ানডে প্রতিযোগিতায় বাংলাদেশের পঞ্চম ফাইনাল নিশ্চিত হয়। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো কোনো ফাইনাল ম্যাচ জিততে পারেনি টাইগাররা। বারবার হাতছানি দেওয়ার পরও তাই কখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ দলের। তাই আন্তর্জাতিক কোনো ট্রফি এখনো অধরা হয়েই লাল-সবুজের দলের। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে হেরে যাওয়া ছয়টি ফাইনাল ম্যাচের পাঁচটিতেই একাদশে ছিলেন মাশরাফি। হেরে যাওয়া তিন ফাইনালে নিজেই ছিলেন দলের অধিনায়ক। বারবার হাতে এসে ধরা দিয়েও শিরোপা ফসকে যাওয়ার দুঃখটা তাই ভালোই জানা আছে বাংলাদেশ অধিনায়কের। তাই আরেকটি ফাইনালে উঠে এখনই আবেগে ভেসে যাওয়ার পক্ষপাতী নন দেশসেরা এই পেসার। তবে আরেকটি ট্রফি জয়ের সুযোগ পেয়ে সেটা হাতছাড়াও করতে চান না মাশরাফি। আরেকবার কোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং অতীত অভিজ্ঞতা মিলিয়ে একটু সতর্ক থাকতে চান বাংলাদেশ অধিনায়ক। গতকাল ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। বাড়তি উচ্ছ্বাসে ভেসে না গিয়ে একটু সাবধানী থাকার পক্ষপাতী মাশরাফি বলেন, ‘ফাইনাল নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলছি না আমি। অনেক কথা হয়েছে আগে, অনেক অভিজ্ঞতাও হয়েছে। সেগুলো আমাদের জন্য সুখকর ছিল না। এবারও যেকোনো কিছুই হতে পারে। আরেকবার সুযোগ এসেছে, আমরা আবারও চেষ্টা করব।’ ফাইনালের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে এই টুর্নামেন্টে দুই ম্যাচেই অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। অনেকের হিসাবেই তাই ফাইনালের স্পষ্ট ফেভারিট বাংলাদেশই। তবে ফাইনাল ম্যাচটা সম্পূর্ণ আলাদা। সেদিন যারা ব্যাটে-বলে ভালো পারফর্ম করবে, তারাই ট্রফি জিতবে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি যেন একটু বেশি করেই জিততে চাচ্ছেন শিরোপাটা। এর আগে বারবার ফাইনাল হারের পাশাপাশি আরেকটি চিন্তাও মাথায় খেলছে টাইগার অধিনায়কের। এই সিরিজের কিছুদিন পরেই শুরু হবে বিশ্বকাপ। তার আগে এমন একটি শিরোপা জয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ সহায়তা করবে, এমনটাই মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে। আগে কখনো জিতিনি আমরা। তবে শুধু সেটিই নয়, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা ইংল্যান্ড যেতে পারব।’
মোহাম্মদ আমিরের বিশ্বকাপ সম্ভাবনা শেষ! পূর্ববর্তী

মোহাম্মদ আমিরের বিশ্বকাপ সম্ভাবনা শেষ!

রক্তাক্ত অবস্থাতেও ব্যাট করতে থাকেন ওয়াটসন! পরবর্তী

রক্তাক্ত অবস্থাতেও ব্যাট করতে থাকেন ওয়াটসন!

কমেন্ট