শিশু-কিশোরদের স্মার্টফোন আসক্তি ঠেকাতে অ্যাপলকে চিঠি

শিশু-কিশোরদের স্মার্টফোন আসক্তি ঠেকাতে অ্যাপলকে চিঠি

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মস্তিষ্কের রক্তপ্রবাহ বেড়ে যাচ্ছে। যা ব্রেইন স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকি বয়ে আনছে। চোখে দেখা দিচ্ছে নানাবিধ সমস্যা। আর শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার। তাই আইফোন-আসক্তি ঠেকাতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে আহ্বান জানানো হয়েছে। এক চিঠিতে অ্যাপলকে এক ডিজিটাল লক চালু করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানের শেয়ারের মালিক জানা পার্টনার্স এবং ক্যালিফোর্নিয়া টিচার্স পেনশন ফান্ড। চিঠিতে অ্যাপলের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন এমন সফটওয়্যার তৈরি করে, যা বাচ্চারা কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে পারবে তা সীমিত করে দেবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার যে প্রভাব ফেলছে তা অ্যাপলকে বিবেচনা করতে হবে। জানা পার্টনার্স ও ক্যালিফোর্নিয়া টিচার্স পেনশন ফান্ড নামে এ দুই প্রতিষ্ঠানের স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাপলকে ডিজিটাল লক চালু করারও আহ্বান জানানো হয়।
আগ্নেয়াস্ত্র থেকে তৈরি হল তারবিহীন হেডফোন! পূর্ববর্তী

আগ্নেয়াস্ত্র থেকে তৈরি হল তারবিহীন হেডফোন!

ইশারায় চলবে স্মার্টফোন! পরবর্তী

ইশারায় চলবে স্মার্টফোন!

কমেন্ট