শুক্রবার ভারতে কোচিং সাক্ষাৎকার দেবেন হেসন

শুক্রবার ভারতে কোচিং সাক্ষাৎকার দেবেন হেসন

সাবেক কিউই কোচ মাইক হেসনকে ভারতেরও পছন্দ, সেটা আগে থেকেই জানা। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদের জন্য ছয়জনের একটি সংক্ষিপ্ত তালিকা বানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকাল জানা গেল সেই ছয়জনের নাম। সেই ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের পছন্দের কোচ মাইক হেসন। কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি গত শুক্রবার বিসিসিআই সদর দপ্তরে নির্বাচিত ছয়জন প্রার্থীর সাক্ষাৎকার নেবে। একই দিনে সাক্ষাৎকার দেবেন হেসন। অবশ্য এর মধ্যে আগামীকাল বুধবার বাংলাদেশে সাক্ষাৎকার দিতে আসার কথা রয়েছে সাবেক নিউজিল্যান্ড কোচের। হেসন ছাড়াও ভারতের পছন্দের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার টম মুডি, ভারতের রবিন সিং, লালচাঁদ রাজপুত ও রবি শাস্ত্রী এবং ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। রবি শাস্ত্রীই ভারতের সর্বশেষ কোচ। শুক্রবার তাঁরও সাক্ষাৎকার নেবে বিসিসিআই। গতকাল সোমবার বিসিসিআইর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারকে বলেন, ‘বিদেশের কিছু প্রার্থী বৈঠকে অংশ নিতে পারছেন না, তাই তাঁরা ভিডিওকলের মাধ্যমে সাক্ষাৎকার দেবেন।’ ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীকে রাখার পক্ষে ছিলেন দেশটির অধিনায়ক বিরাট কোহলি। তবে শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়কের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে মনে হয় না। অবশ্য বোর্ডকর্তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, সাক্ষাৎকার প্রক্রিয়া চলাকালীন কোহলির কোনো মতামত নেওয়া হবে না। ভারতীয় দলের সঙ্গে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন রবি শাস্ত্রী। স্কাইপের মাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা যায়।
ইমরানের নির্দেশেই চাকরি হারান আর্থার পূর্ববর্তী

ইমরানের নির্দেশেই চাকরি হারান আর্থার

ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন তামিম! পরবর্তী

ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন তামিম!

কমেন্ট