শুধু আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা

শুধু আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা

৬টি আউট যেন এক একটি লজ্জা। ঐতিহাসিক এই টেস্টের প্রথম দিনে এত বাজেভাবে আউট হয়েছেন বাংলদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা; সত্যিই লজ্জার বিষয়! টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। যাদের মধ্যে ৩ জনই 'ডাক' মেরে ফিরেন! শুরুতেই জীবন পান ইমরুল কায়েস। ইশান্ত শর্মার বলে তাকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার জোয়েল উইলসন। রিভিউ নিয়ে বাঁচেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। সেই ইশান্ত শর্মার বলেই এলবিডাব্লিউ হয়ে যান মাত্র ৪ রান করা অভিজ্ঞ এই ওপেনার। এরপর ইমরুলের পদাঙ্ক অনুসরণ করেন বাকী ব্যাটসম্যানরা। অধিনায়ক মুমিনুল হক ৭ বল খেলে কোনো রান না করেই উমেশ যাদবের বলে রোহিত শর্মার তালুবন্দি হন। মোহাম্মদ মিঠুন ২ বল খেলে সেই উমেশ যাদবের বলেই 'ডাক' মেরে ফিরেন। সবচেয়ে আশ্চর্যের হলো মুশফিকুর রহিমের আউট হওয়া। নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান আজ ০ রানে পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে যান! এ যেন 'ডাক' মারার মিছিল! একপ্রান্ত আগলে লড়তে থাকা সাদমান ইসলাম চলতি সিরিজের তিন ইনিংসে প্রথমবার দুই অংকে পা রাখেন। দলীয় ৩৮ রানে উমেশ যাদবের শিকার হন ২৯ রানে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ যোগ দেন প্যাভিলিয়নে ফেরার মিছিলে। মাত্র ৬ রানে পঞ্চপাণ্ডবের অন্যতম এই সদস্য আউট হলে ৬০ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা। লাঞ্চের আগে লিটন দাস (২৪*) রানে আহত হয়ে ফিরলে ষোলকলা পূর্ণ হয় বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতির আগে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান। বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন, আল আমিন হোসেন। ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।
’আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার অভাবেব কারনে দলের এমন অবস্থা’ পূর্ববর্তী

’আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার অভাবেব কারনে দলের এমন অবস্থা’

আমরা ভালো খেললে এসএ গেমসের পদক জিতব : জেমি ডে পরবর্তী

আমরা ভালো খেললে এসএ গেমসের পদক জিতব : জেমি ডে

কমেন্ট