শূন্য রানের বিশ্বরেকর্ড!

শূন্য রানের বিশ্বরেকর্ড!

কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের বাছাই করা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন তিনি। কারণটা আর কিছু নয়, ইনিংসের শেষদিকে চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে আনার ক্ষমতা। এর কিছুটা নজির ক্রিকেটবিশ্ব দেখেছিল ভারতের বিপক্ষে খেলা অসিদের সর্বশেষ সিরিজে। জয়ের জন্য ৩৫৮ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয় নিশ্চিত করেছিলেন ৪৩ বলে ৮৪ রানের মারকুটে ইনিংস খেলে। সেই ম্যাচ শেষে আলোচনায় আসা অ্যাস্টন টার্নার রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে আবার সংবাদ শিরোনাম হয়েছেন। তবে রেকর্ডটা নিতান্তই লজ্জার হওয়ায় ভুলে যেতে চাইবেন ডানহাতি এই ব্যাটসম্যান। সোমবার রাতে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অ্যাস্টন টার্নার। নিজের খেলা প্রথম বলটাতেই ক্যাচ আউট হয়ে যান তিনি। আর এর সঙ্গে সঙ্গেই টানা পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড করে ফেলেন। এর আগে মোট পাঁচজন বোলারের টানা চার টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল। তবে গতকাল ইশান্ত শর্মার বলে আউট হওয়ামাত্রই লজ্জার রেকর্ডটা একান্ত নিজের করে নেন টার্নার। তবে টানা পাঁচ শূন্যের রেকর্ডটা একটি নির্দিষ্ট টুর্নামেন্টে হয়নি। আইপিএলে এ নিয়ে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হলেন টার্নার। গত ১৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে, ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং ২২ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের খেলা প্রথম বলেই আউট হয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শূন্য রানে আউট হন তিনি। এরপর অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। বিগব্যাশে খেলা শেষ ম্যাচের পর ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং আইপিএলে টানা তিন ম্যাচ, মোট পাঁচ ম্যাচে টানা পাঁচবার শূন্য রানে আউট হলেন অ্যাস্টন টার্নার। আর লজ্জার এই বিশ্বরেকর্ডটাও হয়ে যায় তাৎক্ষণিক। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এ সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন বলা হয় টার্নারকে। অসিদের হয়ে এরই মধ্যে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
শিরোপা থেকে তিন পয়েন্ট দূরে বার্সা পূর্ববর্তী

শিরোপা থেকে তিন পয়েন্ট দূরে বার্সা

বাংলাদেশের পঞ্চপাণ্ডবকে যেভাবে মূল্যায়ন করলেন রমিজ পরবর্তী

বাংলাদেশের পঞ্চপাণ্ডবকে যেভাবে মূল্যায়ন করলেন রমিজ

কমেন্ট