শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে ছোট পরিসরের সরকারের অধীনে আগামী নির্বাচন: ১৪ দল

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে ছোট পরিসরের সরকারের অধীনে আগামী নির্বাচন: ১৪ দল

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে ছোট পরিসরের সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সোমবার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের নতুন ভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয় সভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের নামে মিথ্যাচার এবং গণতন্ত্র ভণ্ডুলের চেষ্টা করছে।’ এদিকে, খালেদা জিয়ার অর্থ পাচারের দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছে ১৪ দল। নিবাচনকে সামনে রেখে বিএনপি প্রকাশ্য ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তাদের। বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যে আসনে মনোনয়ন দেবেন, ১৪ দলের সবাই তার পক্ষে সমন্বিতভাবে কাজ করবে। আসন বণ্টন বা স্বার্থ চিন্তা করে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে নির্বাচনে জয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০০৮ সালের চেয়ে বেশী আসন পাবে: সজীব ওয়াজেদ জয় পূর্ববর্তী

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০০৮ সালের চেয়ে বেশী আসন পাবে: সজীব ওয়াজেদ জয়

নাইকো মামলায় খালেদার আবেদনের শুনানি ১৫ জানুয়ারি পরবর্তী

নাইকো মামলায় খালেদার আবেদনের শুনানি ১৫ জানুয়ারি

কমেন্ট