‘শেখ হাসিনার উন্নয়নে, অর্জনে জনগণ খুশি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

‘শেখ হাসিনার উন্নয়নে, অর্জনে জনগণ খুশি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার করা উন্নয়নে দেশের মানুষ এতটাই খুশি যে, আগামী নির্বাচনে দলের জয় নিয়ে সংশয়ের কোনো কারণ তিনি দেখছেন না।’ বঙ্গবন্ধুর জন্মদিন সামনে রেখে শুক্রবার (১৬ মার্চ) ঢাকার ধানমন্ডিতে দলীয় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নে, অর্জনে জনগণ খুশি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’ আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদের বর্তমান সরকারের সময় শেষে চলতি বছরের শেষ দিকে একাদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা। ওবায়দুল কাদের বলছেন, সরকার গত নয় বছরে যে উন্নয়ন করেছে, তাতে জনগণ খুশি বলেই আওয়ামী লীগকে ভোট দেবে বলে তার বিশ্বাস। ‘আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার সংকোচ, কোনো প্রকার ভয় আমাদের নেই। কারণ উন্নয়ন অর্জন করে, আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি।’ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে যারা বিভিন্ন অভিযোগ করছে, সেসব নিয়ে ‘কোনো মাথাব্যথা নেই’ বলেও মন্তব্য করেন দলটি সাধারণ সম্পাদক। তিনি বলেন ‘এ দেশের জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতিকে পছন্দ করে না, তাদের প্রত্যাখ্যান করেছে। কাজেই বিএনপির কোন নেতা কী বলল, সরকারে বিরুদ্ধে বিষোদ্গার করল- এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা হলো- কীভাবে আমাদের চলমান উন্নয়নের কাজগুলো সমাপ্ত করব।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যখন মানুষের মন জয় করার চেষ্টা করছে, বিএনপি তখন নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত।’
তারেক রহমানকে লন্ডনও ছাড়তে হচ্ছে পূর্ববর্তী

তারেক রহমানকে লন্ডনও ছাড়তে হচ্ছে

ছাত্রদল নেতার মৃত্যু: রবিবার সারা দেশে বিক্ষোভ পরবর্তী

ছাত্রদল নেতার মৃত্যু: রবিবার সারা দেশে বিক্ষোভ

কমেন্ট