শেবাগ-যুবরাজদের অনুরোধ 'দিল্লিতে হিংসা থামাও'

শেবাগ-যুবরাজদের অনুরোধ 'দিল্লিতে হিংসা থামাও'

ভারতের দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে ৩৭জন মানুষ। যাদের মাঝে হিন্দু আর মুসলিম- দুই ধর্মের মানুষই আছে। এর মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন ভারতের ক্রিকেট সুপারস্টার বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, রোহিত শর্মারা। তারা টুইট করে আবেদন জানিয়েছেন, এই হিংসাত্মক দাঙ্গা এখনই থামুক। যত দ্রুত সম্ভব, ফিরিয়ে আনতে হবে শান্তি এবং সম্প্রীতি। গত তিন দিনের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হতে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি টুইট করেছেন, 'দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।' বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা টুইট করেছেন, 'দিল্লিতে যা হচ্ছে তা মোটেও ভালো বার্তা দিচ্ছে না। আশা করি শীঘ্রই সবকিছু শান্ত হয়ে আসবে।' দিল্লিতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে রেড অ্যালার্ট। জফরাবাদ, মৌজপুর, বাবরপুর, যমুনা বিহার, ভজনপুর, চাঁদ বাগ, শিব বিহারের অবস্থা সঙ্কটজনক। সাবেক তারকা যুবরাজ সিং যা দেখে টুইট করেন, 'দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি এই পরিস্থিতি সামলাতে প্রশাসন দ্রুত কোনো উপায় বের করবে। দিনের শেষে প্রত্যেকেই মানুষ। সবাইকে একসঙ্গে চলতে হবে।'
আবারো 'বিশ্রামে' ডু-প্লেসিস, দীর্ঘদিন পর দলে মহারাজ পূর্ববর্তী

আবারো 'বিশ্রামে' ডু-প্লেসিস, দীর্ঘদিন পর দলে মহারাজ

ইংল্যান্ডে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ পরবর্তী

ইংল্যান্ডে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

কমেন্ট