শেয়ারবাজার খুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিঠি

শেয়ারবাজার খুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিঠি

সরকারি ছুটির মধ্যেই শেয়ারবাজারে লেনদেন চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ইতোমধ্যে ১০ মে থেকে লেনদেন চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পর্ষদ। এর অনুমোদন দিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) রোববার চিঠি দেয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুর রহমান বলেন, রোববার ডিএসইর কাছে থেকে আমরা একটি চিঠি পাঠিয়েছি। সেখানে করোনা পরিস্থিতিতে লেনদেন চালু করার বিষয়ে আবেদন জানানো হয়েছে। চিঠিতে অনেক বিষয়ের ওপর অব্যাহতি চাওয়া হয়েছে। বিএসইসি চিঠিটি পর্যালোচনা করেছে। করোনাভাইরাস মোকাবেলায় চলমান সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে ছুটি চলছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোও বন্ধ আছে। আর এ কারণে বন্ধ আছে পুঁজিবাজারের লেনদেনও। আর লেনদেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা।
বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা পূর্ববর্তী

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা

প্রতিদিন সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলন করা যাবে পরবর্তী

প্রতিদিন সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলন করা যাবে

কমেন্ট