কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় কবির মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার নেওয়া হয়। এর পর কবির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি ফেনীর শর্শদিতে দাফন করা হবে। কবি বেলাল চৌধুরী গতকাল দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক। ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। সাপ্তাহিক সন্দ্বীপ পত্রিকাটিও তিনি সম্পাদনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’, ‘বত্রিশ নম্বর’। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পান। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
কবি বেলাল চৌধুরীর মরদেহে সেতুমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পূর্ববর্তী

কবি বেলাল চৌধুরীর মরদেহে সেতুমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস পরবর্তী

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

কমেন্ট