শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ৩১০

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ৩১০

[caption id="attachment_182467" align="alignnone" width="300"] Priests and relatives carry the coffin of a bomb blast victim after a funeral service at St Sebastian's Church in Negombo on April 23, 2019, two days after a series of bomb blasts targeting churches and luxury hotels in Sri Lanka. - Sri Lanka began a day of national mourning on April 23 with three minutes of silence to honour nearly 300 people killed in suicide bomb blasts that have been blamed on a local Islamist group. (Photo by Jewel SAMAD / AFP)[/caption] শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। হামলায় গুরুতর আহতদের মধ্যে অনেকেই সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রীলংকা পুলিশের এক মুখপাত্র রোয়ান গুনাসেকেরা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি। রোয়ান বলেন, রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৫০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত রোববার সকালে দ্বীপরাষ্ট্রটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়। ওই দিন ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।
ভারতে তৃতীয় দফা ভোট, রাহুল ও অমিতের ভাগ্য পরীক্ষা আজ পূর্ববর্তী

ভারতে তৃতীয় দফা ভোট, রাহুল ও অমিতের ভাগ্য পরীক্ষা আজ

শ্রীলঙ্কার মৌলভী হাশিম হামলার মাস্টারমাইন্ড? পরবর্তী

শ্রীলঙ্কার মৌলভী হাশিম হামলার মাস্টারমাইন্ড?

কমেন্ট