শ্রীলংকা সঙ্কট : অবশেষে রাজাপাকসের পদত্যাগ

শ্রীলংকা সঙ্কট : অবশেষে রাজাপাকসের পদত্যাগ

অনেক জমজমাট নাটকের পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আজ শনিবার সমর্থক ও সাংবাদিকদের উপস্থিতিতে নিজের বাসভবনে পদত্যাগপত্রে সই করেন তিনি। গত সাত সপ্তাহ ধরে শ্রীলংকায় রাজনৈতিক সঙ্কটে চলছে। রাজা পাকসের এই পদত্যাগের মধ্য দিয়ে দেশটির ওই সঙ্কটের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত অক্টোবরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন। এরপরই বিক্রমাসিংহের স্থলে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিয়োগ দেন সিরিসেনা। কিন্তু তার বরখাস্ত অবৈধ উল্লেখ করে বিক্রমাসিংহে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। এই পরিপ্রেক্ষিতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১২ শিশুসহ নিহত ২০ পূর্ববর্তী

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১২ শিশুসহ নিহত ২০

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে মারা গেল ১০ জন পরবর্তী

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে মারা গেল ১০ জন

কমেন্ট