শ্রেণিকক্ষে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

শ্রেণিকক্ষে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণিকক্ষে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু। সে ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে। জানা যায়, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরেই কলেজের একটি কক্ষে লিটুর মাথায় গুলি করে অপরপক্ষের কর্মীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটুর। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, কলেজে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ লিটুর মরদেহ উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুম আহমদ জানান, মাথায় গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আদুরির ওপর নির্যাতনের মামলার রায় আজ পূর্ববর্তী

আদুরির ওপর নির্যাতনের মামলার রায় আজ

আত্মসমর্পণ করে জামিন পেলেন সানী পরবর্তী

আত্মসমর্পণ করে জামিন পেলেন সানী

কমেন্ট