শ্লীলতাহানিতে বাধা দেয়ায় মামা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

শ্লীলতাহানিতে বাধা দেয়ায় মামা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

চুয়াডাঙ্গার আমিরপুর গ্রামে গভীর রাতে এক স্কুলছাত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টাকালে অপহরণকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মামা হাসান নিহত হয়েছেন। এদিকে গণপিটুনিতে ঘাতক আকবর ঘটনাস্থলেই মারা যান। নিহত হাসানের পিতা হামিদুল এবং স্কুলছাত্রী সুমাইয়া (১৪) এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গ্রামবাসী ও সদর থানা পুলিশ জানায়, শুক্রবার দিনগত গভীর রাতে ঘাতক আকবর চুয়াডাঙ্গা সদর থানার আমিরপুর গ্রামে হামিদুলের বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রী সুমাইয়ার ঘরে ঢুকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে তার নানা হামিদুল ও গৃহকর্তা মামা হাসান অপহরণকারীকে বাধা দিলে তাদেরকে কুপিয়ে জখম করে অপহরণকারী আকবর। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আকবরকে ধরে ফেলে ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। এ খবর গ্রামে পৌঁছালে গ্রামবাসী উত্তেজিত হয়ে অপহরণকারী আকবরকে (৩৫) গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুরের সড়কে পাঁচ ঘণ্টায় প্রাণ গেল ১১ জনের পূর্ববর্তী

ফরিদপুরের সড়কে পাঁচ ঘণ্টায় প্রাণ গেল ১১ জনের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২ পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

কমেন্ট