শ্লীলতাহানি ও অশ্লীলতার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত

শ্লীলতাহানি ও অশ্লীলতার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত

অভিনেতা নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, পরিচালক রাকেশ সারাং ও প্রযোজক সামি সিদ্দিকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শ্লীলতাহানি ও অশ্লীলতার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বুধবার রাতে মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লিখিত অভিযোগ জানানোর একদিন পরে তনুশ্রী পুলিশ স্টেশনে যান এবং ২০০৮ সালে তার গাড়ির ওপর হামলা চালানো ও শ্লীলতাহানির অভিযোগে রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করতে চান। পুলিশ স্টেশনে তনুশ্রী ২ পাতার লিখিত অভিযোগে নানা পাটেকারের বিরুদ্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ। ‘হর্ণ ওকে প্লিজ’ নামের একটি সিনেমায় অভিনয়ের সময়ে ২০০৮ সালে ওই ঘটনা ঘটেছিল বলে দাবি ওই অভিনেত্রীর। বিষয়টি নিয়ে ‘মি টু’ মুভমেন্ট নামে সম্প্রতি বলিউডে তোলপাড় সৃষ্টি হয়েছে, বের হয়ে আসছে নানা পাটেকারসহ অনেকের নাম।
‘সত্যি এমনটা হতো, তাহলে খুব ভালো হতো’ পূর্ববর্তী

‘সত্যি এমনটা হতো, তাহলে খুব ভালো হতো’

মরণোত্তর চক্ষু দান করলেন আরিফিন শুভ পরবর্তী

মরণোত্তর চক্ষু দান করলেন আরিফিন শুভ

কমেন্ট