সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মাশরাফি

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফিকে যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। আর এই কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৪ আসান (চরফ্যাশন-মনপুরা) থেকে নির্বাচিত সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। গতকাল রবিবার সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গঠিত ১০টি সংসদীয় কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এ সময় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বীরেন শিকদার, নাজমুল হাসান, মাহাবুব আরা বেগম গিনি ও জুয়েল আরেং। উল্লেখ্য, ২০০১ সালে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় মাশরাফির।
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ১১ মার্চ ভোটগ্রহণ পূর্ববর্তী

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ১১ মার্চ ভোটগ্রহণ

সকল উপজেলার মাস্টার প্লান প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী

সকল উপজেলার মাস্টার প্লান প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

কমেন্ট