সঞ্জয়ের বাবা হতে চাননি আমির!

সঞ্জয়ের বাবা হতে চাননি আমির!

মুক্তির আগেই বেশ আলোচিত হচ্ছে সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’। ছবির পোস্টার থেকে টিজার সবকিছুই ভক্তদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। কেন্দ্রীয় চরিত্রে রণবীর কাপুরের লুক আর অভিনয় এরইমধ্যে কুঁড়িয়েছে ভক্ত-সমালোচকদের প্রশংসা। একবার ভাবুন তো তারকানির্ভর এই ছবির সঙ্গে যদি যোগ হতেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান তাহলে ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ কোথায় পৌঁছাত? ‘সাঞ্জু’তে আমিরের অভিনয়ের সম্ভাবনা একেবারেই যে ছিল না তা কিন্তু নয়। চাইলেই অভিনয় করতে পারতেন তিনি। জি নিউজের খবরে প্রকাশ, ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের চরিত্রটি আমিরকে প্রস্তাব করেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। প্রথমে রাজি হলেও পরে না করে দেন তিনি। আউটলুককে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘আমির আমার বন্ধু। আমি যে পাণ্ডুলিপিই লিখি না কেন আমি সেটা তাঁকে দেখাই। আমি যখন তাঁর কাছে সাঞ্জুর পাণ্ডুলিপি বর্ণনা করছিলাম তাঁর সেটা পছন্দ হয়েছিল এবং সে বলেছিল এই ছবিতে আমার কোনো চরিত্রে অভিনয় করা উচিত।’ সেসময় ‘দঙ্গল’ ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করছিলেন আমির খান। পরে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির জন্য সাঞ্জুকে না করে দেন আমির। আমির না করে দেওয়ার পরই সঞ্জয় দত্তের বাবার ভূমিকায় সুযোগ পান ‘হেরা ফেরি’ খ্যাত তারকা পরেশ রাওয়াল। ছবিটির পাণ্ডুলিপি লিখার পাশাপাশি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া। ছবিতে রণবীর কাপুর ও পরেশ রাওয়াল ছাড়াও অভিনয় করছেন মণীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। চলতি বছরের ২৯ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট পূর্ববর্তী

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট

যে কারণে নতুন ছবি করছেন না দীপিকা পরবর্তী

যে কারণে নতুন ছবি করছেন না দীপিকা

কমেন্ট