সন্তান জন্মের পর মরতে বসেছিলেন সেরেনা!

সন্তান জন্মের পর মরতে বসেছিলেন সেরেনা!

গত বছরের ১ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন সেরেনা উইলিয়ামস। মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি সিএনএনে কলাম লিখেছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী এ টেনিস তারকা। শুরুটা করেছেন এভাবে, আমার মেয়ে অলিম্পিয়াকে জন্ম দেয়ার পর আমি প্রায় মরতে বসেছিলাম। হ্যাঁ, অবশ্যই নিজেকে আমি ভাগ্যবান মনে করি। সেরেনা লিখেছেন, গর্ভাবস্থায় সে রকম কোনও সমস্যা হয়নি আমার। আমার মেয়ে এমার্জেন্সি সি সেকশনে হয়। জন্ম নেওয়ার সময় ওর হৃৎস্পন্দনের গতি হঠাৎ কমে গিয়েছিল, তাই। অস্ত্রোপচারটাও ভালমতোই হয়েছিল। আমি কিছু বোঝার আগেই দেখি অলিম্পিয়া আমার কোলে। এ রকম অসাধারণ অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। তবে মা হওয়ার পরের ছ’দিন প্রবল অনিশ্চয়তায় কেটেছে।সমস্যাটা শুরু হয় পালমোনারি এম্বোলিজম দিয়ে। এটা এমন একটা অবস্থা যেখানে ধমনীতে রক্ত জমাট বেঁধে যায়। আগেও আমার এই সমস্যা হয়েছে। তাই ভয়ে ভয়ে থাকতাম আবার না সমস্যাটা দেখা দেয়। তাই যখনই নিঃশ্বাস নিতে সমস্যা হতো, এক সেকেন্ডও সময় নষ্ট না করে নার্সদের সতর্ক করে দিতাম।এরপরেই গুরুতর কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। আমার ভাগ্য ভাল সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। প্রথমে ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য আমার প্রচণ্ড কাশি হচ্ছিল। তাতে অস্ত্রোপচারের সময় আমার শরীরের সেলাই করা অংশটা উন্মুক্ত হয়ে যায়। ফের অস্ত্রোপচার করতে হয়। সেখানে চিকিৎকরা আবিষ্কার করেন আমার তলপেটে একটা বড় অংশে রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা এর পরে চেষ্টা করতে থাকেন যাতে জমাট বাঁধা রক্তটা আমার ফুসফুসে না পৌঁছায়। শেষ পর্যন্ত যখন আমি হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম, তত দিনে মাতৃত্বের ছ’সপ্তাহ আমার বিছানাতেই অসুস্থতা কাটাতে চলে গিয়েছে।
পিসিএলে মোস্তাফিজের চমক পূর্ববর্তী

পিসিএলে মোস্তাফিজের চমক

সিলেটের মতিন মিয়ার ‘দাম’ ৫০ লাখ! পরবর্তী

সিলেটের মতিন মিয়ার ‘দাম’ ৫০ লাখ!

কমেন্ট