সন্ধান মিলল বিপুল পরিমাণ হীরার

সন্ধান মিলল বিপুল পরিমাণ হীরার

হীরা পৃথিবীতে সহজে পাওয়া যায় না, এমনটাই ধারণা সবার। আর এ কারণেই হীরার এত দাম। মহামূল্যবান বস্তুটিকে ব্যবহার করা হয় গহনা হিসেবেও। তবে এবার মানুষের ধারণার তুলনায় বহুগুণ বেশি হীরার সন্ধান পেয়েছেন গবেষরা। যার পরিমাণ মোটেই কম নয়- কোয়াড্রিলিয়ন টন। এ পরিমাণ বিলিয়ন-ট্রিলিয়ন টনের চেয়েও অনেক বেশি। মজার বিষয় হলো হীরাগুলো পৃথিবীর বাইরে কোথাও নয়, পৃথিবীতেই রয়েছে। তবে তা উদ্ধার করা সহজ কাজ নয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা সম্প্রতি সিসমিক জরিপ করে এ হীরার সন্ধান পেয়েছেন। গবেষকরা বলছেন, এ বিপুল পরিমাণ হীরা রয়েছে ভূপৃষ্ঠের ৯০ থেকে ১৫০ মাইল গভীরে। অংকের হিসাবে কোয়াড্রিলিয়ন টন বা এক ট্রিলিয়ন টনের ১,০০০,০০০,০০০,০০০,০০০ গুণ বেশি হীরা রয়েছে সেখানে। বর্তমান প্রযুক্তিতে ভূপৃষ্ঠের এত গভীরে গিয়ে হীরা উত্তোলন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে হয়ত উন্নত প্রযুক্তির ব্যবহারে সে হীরাও উত্তোলন করা সম্ভব হবে, এমনটাই আশা করছেন গবেষকরা।
প্রচণ্ড গরমে বাদামি হয়ে উঠেছে যুক্তরাজ্য! পূর্ববর্তী

প্রচণ্ড গরমে বাদামি হয়ে উঠেছে যুক্তরাজ্য!

ভারতের বিভিন্ন স্থাপনার থ্রিডি ইমেজ বানাচ্ছে গুগল পরবর্তী

ভারতের বিভিন্ন স্থাপনার থ্রিডি ইমেজ বানাচ্ছে গুগল

কমেন্ট