সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু মঙ্গলবার

সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু মঙ্গলবার

আগামী মঙ্গলবার থেকে ঢাকাসহ সব বিভাগীয় সদরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। করদাতাদের সংখ্যা বাড়ানো এবং তাদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে নবমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিভাগীয় সদরগুলোতে মেলা হবে সাত দিন। সেই সঙ্গে ৫৬ জেলায় চার দিন, ৩২ উপজেলায় দুদিন ও ৭০ উপজেলায় একদিন করে মেলার আয়োজন করা হয়েছে। ব্যক্তি খাতের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর। রাজধানী ঢাকায় মেলা হবে অফিসার্স ক্লাবে। দুই বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এনবিআর জানায়, মেট্রোরেলের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট এড়াতে মেলা আগারগাঁও থেকে সরিয়ে অফিসার্স ক্লাবে নেয়া হয়েছে। ১২ নভেম্বর জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘদিন ধরে করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করবে এনবিআর। সেই সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেয়া হবে।
তফসিল পেছালেও আপত্তি জানাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের পূর্ববর্তী

তফসিল পেছালেও আপত্তি জানাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

নির্বাচনের জোট নিয়ে ইসিকে জানাতে হবে আজই পরবর্তী

নির্বাচনের জোট নিয়ে ইসিকে জানাতে হবে আজই

কমেন্ট