সমকামীর সাক্ষাৎকার নেয়ায় উপস্থাপকের কারাদণ্ড

সমকামীর সাক্ষাৎকার নেয়ায় উপস্থাপকের কারাদণ্ড

মিসরে একজন সমকামীর সাক্ষাৎকার নেয়ায় টিভি উপস্থাপকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি মোহাম্মদ আল ঘিতি নামে ওই টিভি উপস্থাপককে তিন হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। রোববার মিসরের রাজধানী কায়রোর অদূরে অবস্থিত গিজা শহরের একটি আদালত এ রায় দেন। মিসরের রাষ্টীয় গণমাধ্যমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বছরের আগস্টে মোহম্মদ আল ঘিতি তার ব্যক্তিমালিকানাধীন এলটিসি টিভি চ্যানেলে টকশোতে একজন সমকামীর সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারটি প্রচারের পর পরই মিসরের ‘সুপ্রিম কাউন্সিল অব মেডিয়া রেগুলেশন’ পেশাগত নিয়ম ভঙ্গ ও সমকামিতাকে উসকে দেয়ার অভিযোগে দুই সপ্তাহের জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। পরে মিসরের প্রভাবশালী একজন আইনজীবী সমির সাবরি ওই সাক্ষাৎকারের জন্য আল ঘিতির বিরুদ্ধে মামলা করেন। মিসরের রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে জানানো হয়, এক বছরের কারাদণ্ড ছাড়াও মোহাম্মদ আল ঘিতি নামের ওই টিভি উপস্থাপককে তিন হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। এক বছর কারাভোগের পর তাকে নজরদারির মধ্যে রাখারও নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
সিলেটের ৯ বছরের কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি! পূর্ববর্তী

সিলেটের ৯ বছরের কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি!

নতুন ব্রেক্সিট পরিকল্পনা তুলে ধরলেন টেরেসা পরবর্তী

নতুন ব্রেক্সিট পরিকল্পনা তুলে ধরলেন টেরেসা

কমেন্ট