‘সরকারের পাশে থাকবে বিএনপি’

‘সরকারের পাশে থাকবে বিএনপি’

রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে বিএনপি থাকতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের গুম, খুন, নিধন করলেও সরকার অসহায় রোহিঙ্গাদের রক্ষা করলে তাদের পাশে থাকবে বিএনপি।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, মানবতাবিরোধী অপরাধী মিয়ানমারের পণ্য বর্জনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর এ কর্মসূচির আয়োজন করে। ফারুক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতি মুহূর্তে সরকারকে সমর্থন দেব। সরকারের প্রতি আমাদের দাবি, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের প্রস্তাব নিয়ে অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপন করা হোক। প্রয়োজনে রাখাইন প্রদেশে জাতিসংঘের তত্ত্ববধানে শান্তি বাহিনী প্রেরণ করতে হবে। তবুও অসহায় রোহিঙ্গাদের বাঁচান, তাদের রক্ষা করুন।’ তিনি বলেন, ‘মিয়ানমারের মুসলমান রোহিঙ্গাদের যেভাবে হত্যা, নির্যাতন করা হচ্ছে ইতিহাসে তা নজিরবিহীন। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ্য আছে। তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাধুবাদ জানানোর পরই সরকারের উচিত ছিল দ্রুত সকল দলের সমন্বয়ে গোলটেবিল বৈঠকের আহ্বান করা। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত সর্বদলীয় আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করা।’ বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুন নবী ডাবলুর সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন-বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রমে 'বাধা' পূর্ববর্তী

রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রমে 'বাধা'

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল

কমেন্ট