সহজ জয় পেল পিএসজি-চেলসি

সহজ জয় পেল পিএসজি-চেলসি

চ্যাম্পিয়ন লিগের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেলো প্যারিস সেইন্ট জার্মেই। তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসেকসেহিরকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে জোড়া গোল করেন মইজ কিন। যদিও নেইমারের ইনজুরিতে অস্বস্তিতে কোচ থমাস টাচেল । আরেক ম্যাচে, রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেলো ইংলিশ জায়ান্ট চেলসি। চ্যাম্পিয়নস লিগের শুরুটা মোটেই ভাল হয়নি প্যারিস সেইন্ট জার্মেইয়ের। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার দিয়ে আসর শুরু হয়েছিলো ফরাসি জায়ান্টদের। তবে এবার ইস্তাম্বুল বাসেকসেহিরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো পিএসজি। বাসেকসেহিরের মাঠে ৪-৪-২ ফরমেশনে খেলে পিএসজি। যদিও দু'দলই আক্রমণের পসরা সাজিয়ে গোলের দেখা পায়নি। ১৬ মিনিটে ডি মারিয়ার শট চলে যায় পোষ্টের বাইরে দিয়ে। আর ২৫ মিনিটে বাসাকসেহিরের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের শট প্রতিহত করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস। যদিও ম্যাচের ২৬ মিনিটে পিএসজি শিবিরে ধাক্কা। পায়ের ব্যথা নিয়ে খেললেও শেষ অবধি মাঠ ছাড়ার ইঙ্গিত দেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে তুলে নিয়ে পাবলো সারাবিয়াকে নামান কোচ থমাস টাচেল। এরপর আক্রমণাত্মক খেলেও জালের ঠিকানা খুঁজে পায়নি ডি মারিয়া-এমবাপ্পেরা। তাই প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর গোল পেতে দুদলই মুহমুর্হ আক্রমণ শানায়। যদিও গোলের সুযোগ হাতছাড়া করে বসেন পিএসজির সারাবিয়া। তবে ৬৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় গেলোবারের রানার্সআপরা। এমবাপের কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড মইজ কিন। সমতায় ফিরতে প্রতিপক্ষের ডি বক্সে হানা দেয় স্বাগতিকরা। ৭১ মিনিটে ইরফানের শট ফিরিয়ে পিএসজির লিড ধরে রাখেন নাভাস। ৮ মিনিটে পরই দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন কিন। যদিও শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠে ছাড়ে পারশিয়ানরা। রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। অথচ ঘরের মাঠে শুরুতেই আধিপত্য ছিল ক্রাসনোদারের। চেলসির ডিফেন্ডারদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। যদিও ১৩ মিনিটে পেনাল্টি পায় ব্লুরা। কিন্তু স্পট কিক থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জর্জিনিয়ো। তবে ৩৭ মিনিটে হাডসনের গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির পর গোল উৎসবে মেতে ওঠে ল্যাম্পার্ড শিষ্যরা। ৭৬ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড ভেরনার। মিনিট দুয়েক পর দৃশ্যপটে জিয়াশ। স্কোর লাইন ৩-০। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে পুলিসিকের গোলে বড় জয় নিশ্চিত হয় চেলসির। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ব্লুরা।
জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল পূর্ববর্তী

জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল

ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া পরবর্তী

ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

কমেন্ট