সহস্রাধিক ইউটিউব চ্যানেল বাতিল করেছে গুগল

সহস্রাধিক ইউটিউব চ্যানেল বাতিল করেছে গুগল

গুজব, মিথ্যা প্রচারণা ও হ্যাকিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই অংশ হিসেবে গত মার্চ থেকে এ পর্যন্ত বিপুল সংখ্যক জিমেইল অ্যাকাউন্ট ও ১ হাজারের অধিক ইউটিউব চ্যানেল অপসারণ করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ইউটিউব হচ্ছে গুগলের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান। গুগল জানায়, তারা তথ্যপ্রযুক্তি খাতের অন্যান্য প্রতিষ্ঠনের সঙ্গেও নিয়মিতভাবে এসব তথ্য বিনিময় করছে। বলা হয়, সমন্বতি মিথ্য প্রচারণায় যুক্ত থাকায় মার্চ মাসে ভারত সংশ্লিষ্ট তিনটি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ও ১১ টি ইউটিউব চ্যানেল বাদ দেয়া হয়েছে। গুগল জানায়, ‘গত মার্চ মাস থেকে আমরা ১ হাজারের বেশি ইউটিউব চ্যানেল সরিয়ে দিয়েছি। যারা একটি বড় প্রচারণার অংশীদার হয়ে সমন্বিতভাবে কাজ করতো বলে আমরা মনেকরি। এসব চ্যানেল বেশিরভাগই অপ্রয়োজনীয় ও অরাজনৈতিক কনটেন্ট আপলোড করতো। কিন্তু অল্পকিছু চ্যানেল চীনা ভাষায় রাজনৈতিক কনটেন্ট দিতো।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীসহ মেডিক্যাল এবং স্বাস্থ্যসেবার পেশাদারদের লক্ষ্য করে হ্যাকিং চেষ্টা চলছেই। করোনাভাইরাস মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠান। মহামারির তথ্য হাতিয়ে নিতে এই সংস্থাগুলোর ওপর সাইবার হামলাও বেড়েছে অনেকখানি। যাতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রয়েছে। গুগলের নিরাপত্তা বিশেষজ্ঞরা গত এপ্রিল মাসে তাদের ব্যবহারকারীদের কাছে ১ হাজার ৭৫৫ টি সতর্কবার্তা পাঠিয়েছে। যাদের অ্যাকাউন্টগুলো একদল হ্যাকারের টার্গেটে পরিণত হয়েছে।
করোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা করে মুক্তিপণ চাইছে হ্যাকাররা পূর্ববর্তী

করোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা করে মুক্তিপণ চাইছে হ্যাকাররা

হুয়াওয়ে হ্যান্ডসেট ও ওয়াচ জিটি-২ জেতার সুযোগ পরবর্তী

হুয়াওয়ে হ্যান্ডসেট ও ওয়াচ জিটি-২ জেতার সুযোগ

কমেন্ট