সাকিবের অন্যরকম ‘ট্রিপল সেঞ্চুরি’

সাকিবের অন্যরকম ‘ট্রিপল সেঞ্চুরি’

দাঁড়িয়ে ছিলেন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তেই। শেষ দুই ম্যাচেই মাঠে নেমেছিলেন ২৯৯ উইকেট নিয়ে। চেন্নাই বা পাঞ্জাব কারো বিপক্ষেই আসেনি সাকিব আল হাসানের ৩০০তম উইকেট। শেষমেশ ওয়াংখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেই ছুঁয়ে দিলেন মাইলফলক। হয়ে গেলেন টি-টোয়েন্টিতে তিনশো উইকেটের ঘর ছোঁয়া প্রথম বাঁহাতি স্পিনার। ব্যাটিংয়ে কাটা সাকিব পড়েছিলেন রানআউটের ফাঁদে পড়ে। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ গুটিয়ে গেছে মাত্র ১১৮ রানেই। জবাবে মুম্বাইও তখন ১৭ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে। অধিনায়ক কেন উইলিয়ামসন আক্রমণে নিয়ে আসলেন সাকিবকে। বাঁহাতি স্পিনারের বলটা ঠিক পড়তে পারেননি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। চালিয়েছিলেন বটে তবে ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা শিখর ধাওয়ানের হাতে। ব্যস, এক উইকেট নিয়েই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ঢুকে গেলেন নতুন এক ক্লাবে। এই আইপিএলেই পার করেছেন চার হাজার রানের মাইলফলক। এবার তিনশো উইকেট নিয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ঢুকে পড়লেন নতুন এক ক্লাবে। তাঁর আগে শুধু মাত্র ডোয়াইন ব্রাভোই ছিলেন এই ক্লাবের মালিক। ব্রাভো অবশ্য রান করেছেন ৫হাজার ৬০৭, উইকেট নিয়েছেন ৪১৭টি। সব মিলিয়ে ২৫৯ ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। তার মধ্যে ২৫৩ ইনিংস বল করে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তুলে নিয়েছেন ৩০০টি উইকেট। প্রতি উইকেট পেতে খরচ করেছেন ২০.৫৪ রান, ওভার প্রতি রান গুনেছেন ৬.৭৮ গড়ে। বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম হলেও পঞ্চম বোলার হিসেবে ৩০০তম উইকেট নিয়েছেন সাকিব। তাঁর আগে ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারাইন, শহীদ আফ্রিদিই ছিলেন টি-টোয়েন্টিতে তিনশো উইকেটের মাইলফলক পেরোনো বোলার।
কোথায় গিয়ে থামবেন সালাহ? পূর্ববর্তী

কোথায় গিয়ে থামবেন সালাহ?

মেসির ওপর নির্ভরশীলতা ‘বিপজ্জনক’! পরবর্তী

মেসির ওপর নির্ভরশীলতা ‘বিপজ্জনক’!

কমেন্ট