সাকিবের অসাধারণ পারফম্যান্সে মুগ্ধ মাশরাফি

সাকিবের অসাধারণ পারফম্যান্সে মুগ্ধ মাশরাফি

চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে লাল-সবুজের দল। দলের এই জয়ের দিনে দারুণ উজ্জ্বল ছিল সাকিবের পারফরম্যান্স। ব্যাট হাতে হাফসেঞ্চুরি এবং বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের এমন পারফম্যান্সে মুগ্ধ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘সাকিব এক কথায় ফ্যান্টাস্টিক। পুরো টুর্নামেন্ট জুড়েই সে দারুণ খেলছে। প্রতি ম্যাচেই রান করছে। আবার যখন প্রয়োজন উইকেটও নিচ্ছে। এক কথায় দুর্দান্ত।’ এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ম্যাচে আমাদের টার্নিং পয়েন্ট ছিল সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটি। ম্যাচের উইকেটটা খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। তারা দারুণ খেলে দলকে ভালো সংগ্রহ গড়ে দিয়েছে। শুরুতে তামিমও ভালো খেলেছে। শেষ দিকে মোসাদ্দেকের ফিনিশিংটাও বাড়তি সাহস জুগিয়েছে।’ এই ম্যাচে দারুণ কিছু কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩২ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই বাংলাদেশি অলরাউন্ডার। আর বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে অর্ধশতক করেন এবং পাঁচ উইকেট নেন তিনি। এর ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন। এটি সাকিবের ক্যারিয়ারের সেরা ওয়ানডে বোলিং। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন। ৫১ রান করে রান সংগ্রহের ক্ষেত্রে আবার সবার ওপরে উঠে গেছেন তিনি। বিশ্বকাপে এখন তাঁর মোট সংগ্রহ ৪৭৬ রান। সাত ম্যাচে তিনটি হাফঞ্চেুরি ও দুটি সেঞ্চুরিতে এই রান করেন তিনি। আর ওয়ার্নার ছয় ম্যাচে ৪৪৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন। আর তৃতীয় স্থানে থাকা জো রুটের সংগ্রহ ৪২৪ রান। চলমান বিশ্বকাপে দারুণ উজ্জ্বল সাকিবের ব্যাট। এখন পর্যন্ত সবকটি ম্যাচেই দারুণ সাফল্য পেয়েছেন তিনি। আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষেও সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। আর বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১০১৬ রান করেন তিনি।
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পূর্ববর্তী

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ পরবর্তী

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কমেন্ট