সাকিবের বাজে ম্যাচে বার্বাডোজের হার

সাকিবের বাজে ম্যাচে বার্বাডোজের হার

গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচে দলের সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে এবার পারেননি সাকিব। ব্যাটে বলে তার বাজে পারফরম্যান্সের দিনে হেরে গেছে বার্বাডোজ ট্রাইডেন্টসও। সিপিএলে প্রথম কোয়ালিফায়ারে গায়নায় রোববার মাঠে নামে সাকিবের বার্বাডোজ। টস জিতে আগে ব্যাট করে ব্রেন্ডন কিংয়ের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি পায় গায়না অ্যামাজন। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রানে থেমে যায় বার্বাডোজ। এ ম্যাচে ৩০ রানে জিতে ফাইনালের টিকিট পেয়েছে টুর্নামেন্টে কোনো ম্যাচে না হারা গায়না। গায়নার ব্যাটসম্যানদের বিধ্বংসী পারফরম্যান্সের বিপরীতে শুরুর দিকে কিছুটা সফল ছিলেন সাকিব। তবে প্রথম তিনটি ওভার ঠিকঠাক করলেও নিজের শেষ ওভারে ছিলেন ভীষণ খরুচে। ইনিংসের শুরুর দিকে বল করতে এসে নিজের প্রথম দুই ওভারে ১৩ রান দিয়েছিলেন সাকিব। ইনিংসে মাঝ পথে দ্বিতীয় স্পেলে ছিলেন আরও মিতব্যয়ী, এক ওভারে দেন মাত্র চার রান। তবে সাকিব নিজের চতুর্থ ওভার করতে আসার পর যেন আগের ক্ষতি পুষিয়ে নেন গায়নার ব্যাটসম্যানরা। ইনিংসের ষোলতম ওভার করতে এসে ২৯ রান দিয়ে বসেন সাকিব। তার ওই ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে সিঙ্গেল নেন শোয়েব মালিক। ব্রেন্ডন কিং ছিলেন আরও বিধ্বংসী। মুখোমুখি হওয়া প্রথম বলেই চার হাঁকানোর পর শেষ দুই বলে মারেন ছক্কা। মোট ৪ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট ছাড়াই ৪৬ রান দেন তিনি। গায়নার বড় পুঁজি গড়ার পথে সেরা ইনিংসটি খেলেন ব্রেন্ডন কিং। ৭২ বলে ১০ চার ও ১১ ছক্কায় ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৩২ রান করেন অধিনায়ক শোয়েব মালিক। লক্ষ্য তাড়ায় খেলতে নেমে বার্বাডোজের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৯ রান করেন জোনাথন কার্টার। এছাড়া অ্যালেক্স হেলস ৩৬ ও অধিনায়ক জেসন হোল্ডার ২৯ রানেই ইনিংসে খেললেও জয় পায়নি বার্বাডোজ। বোলিং ব্যর্থতার পর ব্যাটিংয়েও নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ৫ রান করে শোয়েব মালিকের বলে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে বার্বাডোজ।
ভারতের বিশাল জয় পূর্ববর্তী

ভারতের বিশাল জয়

জোড়া লাল কার্ডের ম্যাচে বার্সার জয় পরবর্তী

জোড়া লাল কার্ডের ম্যাচে বার্সার জয়

কমেন্ট