সাকিব, তামিমের বিপক্ষে বোলিং উপভোগ করতেন ওয়াসিম

সাকিব, তামিমের বিপক্ষে বোলিং উপভোগ করতেন ওয়াসিম

তাঁর বলের গতি আর সুইংয়ে দ্বিধায় পড়েননি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়াই কঠিন। রিভার্স সুইং ছিল তাঁর প্রধান অস্ত্র। যে অস্ত্র দিয়ে কুপোকাত করতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। সর্বকালের সেরা পেসারদের একজন তিনি। ক্রিকেট বিশ্বে ‘সুলতান অব সুইং’ নামেও পরিচিত। কিংবদন্তী পেসার হচ্ছেন ওয়াসিম আকরাম। যার গতি আর কৌশলের কাছে পরাস্ত হয়েছেন দুনিয়ার দাপুটে সব ব্যাটসম্যান। বর্তমান সময়ের ক্রিকেটারদের মুখে তাঁর বন্দনা প্রায়শই শোনা যায়। ওয়াসিম আকরামকে খেলতে হচ্ছে না, এটা ভেবেই আনন্দ পান অনেকে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাবনাও অনেকটা এরকম। তাইতো ওয়াসিম আকরামকে সরাসরি তামিম বলেন, ‘আমি ভাগ্যবান যে আমার আপনাকে খেলতে হচ্ছে না।’ মঙ্গলবার রাতে তামিমের নিয়মিত লাইভ আড্ডার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ওয়াসিম আকরাম। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। লাইভ আড্ডার শেষে আকরাম খান বলেন, ‘এখনকার তরুণ প্রজন্ম আমাকে খেলতে দেখেনি। তবে অনেক খেলার ভিডিও পাওয়া যায়। ইউটিউবকে ধন্যবাদ। তারা আমাকে দেখতে পারে। ওয়াসিম আকরামের কথার ফাঁকে তামিম বলেন, ‘আমরা ভাগ্যবান যে আপনাকে খেলতে হচ্ছে না। আমি আপনার বিপক্ষে কখনোই খেলতেই চাইতাম না….।’ হাসিমুখে আকরাম উত্তর দেন, ‘না এমনটা নয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো নিশ্চয়ই। বিশেষ করে সাকিব ও তোমার বিপক্ষে বোলিং করা উপভোগ করতাম এবং প্রতিদ্বন্দ্বিতাও হতো। বাঁহাতিদের বিপক্ষে বাঁহাতিদের লড়াই।’ তামিম পাল্টা উত্তর দেন, ‘নাহ, প্রয়োজন নেই। আমি ঘরে আনন্দে আছি। আপনাকে দেখছি তাতেই যথেষ্ট।’
সাজার বিরুদ্ধে আপিল করেছেন উমর আকমল পূর্ববর্তী

সাজার বিরুদ্ধে আপিল করেছেন উমর আকমল

বোল্টের বান্ধবী জন্ম দিলেন রাজকন্যার পরবর্তী

বোল্টের বান্ধবী জন্ম দিলেন রাজকন্যার

কমেন্ট