সাগরিকায় আজ কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাগরিকায় আজ কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবশেষ কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছিল, তা মনে করতে পারছিলেন না স্টেডিয়াম সংশ্লিষ্ট অনেকেই। নিয়মিত বিপিএলের ম্যাচ হওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টির কথা মনেও নেই অনেকের। তবে স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবুর মনে আছে সব, ‘২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ।’ কতটা তীক্ষ্ম তার স্মৃতি, ওই ম্যাচের ফলও বলে দিলেন গড়গড় করে, ‘দু্ই রানে ও তিন‍ উইকেটে ম্যাচ হেরেছিলাম আমরা।’ ওই দুই ম্যাচের পর এখানেই হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। যেখানে বাংলাদেশ খেলেছিল বাছাই পর্বের দুই ম্যাচ নেপাল ও হংকংয়ের বিপক্ষে। নেপালের বিপক্ষে ম্যাচ জিতলেও বাংলাদেশ লজ্জা পেয়েছিল হংকংয়ের বিপক্ষে হেরে। ওই বিশ্বকাপে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এরপর পাঁচ বছর এখানে হয়নি কোনো টি-টোয়েন্টি। দীর্ঘ সময় পর আবার টি-টোয়েন্টি ফিরছে সাগরিকায়। ওয়ানডে, টেস্টের পারফরম্যান্স ও ফলাফলের জন্য এ মাঠকে বলা হয় পয়মন্ত। তবে টি-টোয়েন্টিতে এখানে বাংলাদেশের রেকর্ড হতশ্রী। চার ম্যাচের তিনটিতেই বাংলাদেশ হেরেছে। অতীত রেকর্ড আর বর্তমান সময়ের পারফরম্যান্সের বিচারে সাগরিকায় আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, তা বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যা সাড়ে ছয়টায় আজ জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ পেয়েছে হারের তিক্ত স্বাদ। জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছে সাকিবের দল। সিরিজে টিকে থাকতে হলে দুই দলের জন্য আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ খেললেও কোনো জয় পায়নি জিম্বাবুয়ে। দেয়ালে পিঠ ঠেকেছে তাদের। আজ হারলেই ফাইনালের স্বপ্ন শেষ। আর বাংলাদেশকে যদি আজ তারা হারিয়ে দিতে পারে তাহলে টিকে থাকবে ফাইনালের লড়াইয়ে।
প্রথম ম্যাচেই ভ্যালেন্সিয়ার কাছে হারল চেলসি পূর্ববর্তী

প্রথম ম্যাচেই ভ্যালেন্সিয়ার কাছে হারল চেলসি

ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল পরবর্তী

ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল

কমেন্ট