সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তারা দুই জনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের এক মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগী অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় সেখান দুটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
৯৯৯-এ ফোন করে পরকীয়ার অভিযোগ, প্রেমিক-প্রেমিকা আটক! পূর্ববর্তী

৯৯৯-এ ফোন করে পরকীয়ার অভিযোগ, প্রেমিক-প্রেমিকা আটক!

ইয়াবা ঢুকিয়ে হয়রানির অভিযোগে পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত পরবর্তী

ইয়াবা ঢুকিয়ে হয়রানির অভিযোগে পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

কমেন্ট