সাত কলেজ শিক্ষার্থীদের সিদ্ধান্ত বিকেলে

সাত কলেজ শিক্ষার্থীদের সিদ্ধান্ত বিকেলে

সহপাঠী মিতুর আত্মহত্যার বিচার দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। পুনরায় আন্দোলনে যাওয়ার বিষয়ে শনিবার বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘আমাদের আজকে আভ্যন্তরীণ বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে।’ এর আগে গত ২০ জুলাই দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, মিতুর কাগজগুলো কলেজ বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিতুর আত্মহত্যার কারণ উদঘাটন করতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে আত্মহত্যা করেন ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতু। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে তিন বিষয়ে ফেল করেন তিনি। পরিবারের দাবি, পরীক্ষার ফল মেনে নিতে না পেরে মিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মিতু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজন জঙ্গি আটক পূর্ববর্তী

রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজন জঙ্গি আটক

সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন আজ পরবর্তী

সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন আজ

কমেন্ট