সাত হাজার কোটির কাইলি!

সাত হাজার কোটির কাইলি!

বয়স সবে ২০। এই বয়সেই কাইলি জেনার যত সম্পদের মালিক, সেটা সত্যিই চোখ কপালে উঠে যাওয়ার মতো! মার্কিন এই টিভি তারকার ব্যাংক অ্যাকাউন্টে আছে ৯০ কোটি মার্কিন ডলার [সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি]! এটাই কাইলিকে জায়গা করে দিয়েছে ‘রিচেস্ট সেলফ-মেড ওম্যান’-এর তালিকায়। নিজের চেষ্টায় বিত্তশালী হওয়া মার্কিন নারীদের তালিকা করেছে ‘ফোর্বস’ ম্যাগাজিন। ৬০ জনের এই তালিকায় কাইলিই সর্বকনিষ্ঠ। ফোর্বসের আগস্ট সংখ্যার প্রচ্ছদেও স্থান পেয়েছে তাঁর ছবি। এমন স্বীকৃতি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত টিভি তারকা, ‘এই লেখা ও স্বীকৃতির জন্য ধন্যবাদ। এমনটা স্বপ্নেও ভাবিনি।’ সেবান কিম কার্দাশিয়ানও ইনস্টাগ্রামে ফোর্বসের প্রচ্ছদ শেয়ার করে কাইলিকে অভিনন্দন জানিয়েছেন। ‘রিচেস্ট সেলফ-মেড ওম্যান’-এর তালিকায় কিম নিজেও আছেন। বিনোদন দুনিয়ার অন্য তারকার মধ্যে আছেন গায়িকা টেইলর সুইফট। এই বয়সেই কাইলির এত আয়ের উৎস তাঁর ব্যবসা। ২০১৬ সালের শুরুর দিকে প্রসাধনীর ব্যবসা শুরু করেন কাইলি, যা দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া নিজের পোশাক কম্পানি ও অ্যাপ থেকেও অনেক আয় হয়। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বিলিয়নেয়ার হতে বেশি দেরি নেই কাইলির! সেটা হলে একটা নতুন রেকর্ড হবে। এর আগে মার্কিনদের মধ্যে সবচেয়ে কম বয়সে বিলিয়নেয়ার হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ২০০৮ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি এ কৃতিত্ব দেখান।
আজ দিলদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পূর্ববর্তী

আজ দিলদারের ১৫তম মৃত্যুবার্ষিকী

শাকিব খানের পাঁচ গানে যাদবের না পরবর্তী

শাকিব খানের পাঁচ গানে যাদবের না

কমেন্ট