সাদ এরশাদসহ জিএম কা‌দে‌রের ১৪ যুগ্ম মহাস‌চিব

সাদ এরশাদসহ জিএম কা‌দে‌রের ১৪ যুগ্ম মহাস‌চিব

হু‌সেইন মুহম্মদ এরশা‌দের ছে‌লে রাহগির আল মা‌হে সাদসহ ১৪ নেতা‌কে জাতীয় পা‌র্টির নতুন ক‌মি‌টি‌তে যুগ্ম মহা‌স‌চিব ক‌রে‌ছেন দ‌লের চেয়ারম‌্যান জিএম কা‌দের। সাদ এরশাদ‌কে জিএম কা‌দের দ‌লের যুগ্ম মহাস‌চিব কর‌লেও এক‌দিন আ‌গে দ‌লের কো চেয়ারম‌্যান ঘোষণা ক‌রে‌ছেন দ‌লের পৃষ্ঠ‌পোষক বেগম রওশন এরশাদ। বৃহস্প‌তিবার ক‌ঠোর গোপনীয়তায় যুগ্ম মহাস‌চিব‌দের চি‌ঠি‌তে স্বাক্ষর ক‌রেন জিএম কা‌দের। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞ‌প্তি প্রস্তুত। চেয়ারম‌্যা‌নের ‌প্রেস সে‌ক্রেটা‌রি সুনীল শুভরায় স্বাক্ষ‌রে শুক্রবার গণমাধ‌্যমে দেয়া হবে ব‌লে জানা গে‌ছে। ১৬ জ‌নের ম‌ধ্যে নির্বা‌চিত ১৪ যুগ্ম মহাস‌চিবরা হ‌লেন - মু‌ন্সিগ‌ঞ্জের গোলাম মোহাম্মদ রাজু, সা‌বেক এম‌পি সি‌লে‌টের ইয়াহয়া চৌধুরী, গা‌জিপু‌রের নুরুল ইসলাম দিপু, মুন্সিগ‌ঞ্জের মো নোমান মিয়া, রংপু‌রের এসএম ইয়া‌সির, সিরাজগ‌ঞ্জের আ‌মিনুল ইসলাম ঝন্টু, ঢাকার আ‌মির উ‌দ্দিন আহ‌মেদ ঢালু, ঢাকার অ‌্যাড শা‌হিদা রহমান রিংকু, রংপু‌রের রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ এম‌পি, ঢাকার মো. শামসুল হক, বি বাড়ীয়ার আব্দুল হা‌মিদ ভাসানী, হ‌বিগ‌ঞ্জের এম এ মু‌নিম চৌধুরী বাবু, কু‌মিল্লার স‌া‌বেক এম‌পি আ‌মির ‌হো‌সেন, ব‌রিশা‌লের ইকবাল হো‌সেন তাপস। নতুন যুগ্ম মহাস‌চিব হ‌য়ে নেতারা তা‌দের ফেসবু‌ক পে‌জে দ‌লের চেয়ারম‌্যান জিএম কা‌দের ও মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা‌কে কৃতজ্ঞতা জা‌নি‌য়ে স্ট‌্যাটা‌স দি‌য়ে‌ছেন। এক‌দিন আ‌গে দ‌লের পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ তার ক্ষমতাব‌লে ১৭ নেতা‌কে বি‌ভিন্ন প‌দে পদায়ন কর‌লেও সেটা আম‌লে নেন‌নি জিএম কা‌দের। বরং তা‌দের ম‌ধ্যে সাদ‌ আর আর ইয়াহয়া চৌধুরী‌কে নি‌জের ইচ্ছামত যুগ্ম মহাস‌চিব ক‌রে‌ছেন। বাকী‌দের এখ‌নো কোন প‌দেই রা‌খেন‌নি জিএম কা‌দের।
প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান সাঈদ খোকন পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান সাঈদ খোকন

সিটি নির্বাচন নিয়ে আদালতের আদেশ মেনে নেয়া উচিত: ওবায়দুল কাদের পরবর্তী

সিটি নির্বাচন নিয়ে আদালতের আদেশ মেনে নেয়া উচিত: ওবায়দুল কাদের

কমেন্ট