‘সানরাইজার্সের হয়ে মাঠে নামার সুযোগ ছিল না’

‘সানরাইজার্সের হয়ে মাঠে নামার সুযোগ ছিল না’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দু‌ই মৌসুম যাবত সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে রানার্সআপ হওয়া হায়দরাবাদের হয়ে সবকয়টি ম্যাচে মাঠে নামলেও, এবারের আসরে মাঠে নামার সুযোগই পাচ্ছেন না এই অলরাউন্ডার। এবার মৌসুমের প্রথম ম্যাচে সানরাইজার্সের হয়ে খেলার সুযোগ পেলেও পরের আট ম্যাচ টানা বেঞ্চে বসে থাকতে হয় বাংলাদেশের এই তারকা খেলোয়াড়কে। অবশেষে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয় তার। ম্যাচেশেষে সাকিব জানালেন, দলে থাকা বিদেশি ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্স এবং কম্বিনেশনের কারণেই এতদিন দলে সুযোগ পাননি তিনি। তাঁর দলে ফেরার ম্যাচটাও হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচশেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন বাঁহাতি অলরাউন্ডার। খুব স্বাভাবিকভাবেই দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন করা হ্য় তাকে। উত্তরে সাকিব জানান, দলে সুযোগ পেতে লম্বা সময় বেঞ্চে বসে থাকতে হতে পারে, এমন মানসিক প্রস্তুতি আগে থেকেই ছিল তার। সাকিব বলেন, ‘যেভাবে আমাদের বিদেশি ক্রিকেটাররা পারফর্ম করেছে, আমি জানতাম এমনটা হবে। ওয়ার্নার, বেয়ারস্টোরা দলের ৬০-৭০ ভাগ রান করে দিচ্ছে। বিদেশি ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের কারণে আসলে আমাকে দলে নেওয়ার কোনো সুযোগই ছিল না।’ সানরাইজার্স দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন কেন উইলিয়ামসন। দলে আছেন রশিদ খান, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিলি স্টেনলেক, মার্টিন গাপটিলের মতো খেলোয়াড়। এমন দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটাই স্বাভাবিক। তবে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে সবসময় প্রস্তুত আছেন জানিয়ে সাকিব বলেন, ‘পেশাগত দিক থেকে আমরা সবাই আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি। দলের অনুশীলনে আমি কঠোর পরিশ্রম করছি এবং সুযোগ পেলে দলের হয়ে সেরাটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি।’ এবারের মৌসুমে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন সাকিব আল হাসান। সেই ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। পরে বল হাতে চার ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। গতকাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচেও ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে চার ওভারে মাত্র ২৭ রান দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের সমর্থনে রোডস পূর্ববর্তী

সাকিবের সমর্থনে রোডস

সবার আগে পৌঁছেছে পাকিস্তান পরবর্তী

সবার আগে পৌঁছেছে পাকিস্তান

কমেন্ট