সাভারের পর রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি পল্লী হচ্ছে

সাভারের পর রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি পল্লী হচ্ছে

রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি পল্লী করতে যাচ্ছে সরকার। দেশে তিনটি চামড়া শিল্পনগরী প্রতিষ্ঠা হলে এই শিল্প আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। একইসঙ্গে পরামর্শ দিয়েছেন, সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ (সিইটিপি) সার্বিক অব্যবস্থাপনার তিক্ত অভিজ্ঞতা যেন নতুন দুই নগরী প্রতিষ্ঠায় আমলে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সাভারের ট্যানারি পল্লীর কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই চামড়া শিল্প নগরীর সিইটিপির কাজ শেষ হবে। এরপর আগামী বছরের শুরুতেই লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জন্য নিরীক্ষার আমন্ত্রণ জানানো হবে। বর্তমানে যে গতিতে চামড়া শিল্পনগরীর কাজ চলছে তাতে আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ চামড়া শিল্পের মান নির্ধারণকারী এই আন্তর্জাতিক সংস্থার সনদ অর্জনে সক্ষম হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্র জানায়, দেশে চামড়া শিল্পের সক্ষমতা বাড়াতে আরো দুটি ট্যানারি পল্লী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়াও শুরু হয়েছে। এর একটি হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে। অন্যটি রাজশাহীর পুুঠিয়ার বানেশ্বরে। চট্টগ্রামে ৩০০ একর ও রাজশাহীতে ১০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) নভেম্বরের প্রথম সপ্তাহে আর্নেস্ট মানির টাকা জমা দেওয়া হবে। জানতে চাইলে শিল্প সচিব আবদুল হালিম বলেন, ‘দেশের চামড়া শিল্পের উন্নয়নে সরকার সাভারের ট্যানারি পল্লীসহ আরো দুটি নতুন পল্লীর উদ্যোগ নিয়েছে। সাভার ট্যানারি পল্লীর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সেসব নিয়ে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।’ শিল্প সচিব বলেন, ‘সাভারের ট্যানারি পল্লীর সিইটিপি পুরোপুরি কাজ করছে। এলডব্লিউজি সনদ অর্জনের জন্য এখন থেকে মক অডিট (প্রাক-নিরীক্ষা) পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাই-প্রোডাক্ট উত্পাদনকারীদের অনুকূলে জায়গা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া যেসব প্লটে এখনও ট্যানারি কারখানা স্থাপন করা হয়নি, সেগুলোর বরাদ্দ বাতিল করে বাই-প্রোডাক্ট উত্পাদনকারীদের প্লট বরাদ্দ দেওয়া হবে। সাভার ট্যানারি পল্লী ব্যবস্থাপনার জন্য কম্পানি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিসিক চেয়ারম্যানের নেতৃত্বে এটি পরিচালিত হবে। এতে সরকারি ও বেসরকারি খাত থেকে ছয়জন করে মোট ১২ জন প্রতিনিধি থাকবে।
বেড়েই চলেছে পেঁয়াজের দাম পূর্ববর্তী

বেড়েই চলেছে পেঁয়াজের দাম

টানা দরপতনের পর মূল্য সূচকের বড় উত্থান পরবর্তী

টানা দরপতনের পর মূল্য সূচকের বড় উত্থান

কমেন্ট