সাভারের সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সাভারের সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সাভারের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিআরপির সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে মরদেহের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে নাম মোস্তাফিজুর, গ্রেজুয়েট ফিলোসোফি বিভাগ, আইডি নং-১২০৮০০৬৮। স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সিআরপি যাওয়ার শাখা সড়কের রক্তাক্ত যুবকের মরদেহ পড়েছিলো। তার বুক, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে জরুরি সেবায় (৯৯৯) বিষয়টি জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহতের মরদেহের পাশে একটি বস্তাও পড়েছিলো। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমাদের পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাজধানীর বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে পূর্ববর্তী

রাজধানীর বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ট্রেন থেকে পান খেতে নামাই কাল হল ব্যবসায়ীর পরবর্তী

ট্রেন থেকে পান খেতে নামাই কাল হল ব্যবসায়ীর

কমেন্ট