সারাদেশে স্কাইপ ‘বন্ধ’

সারাদেশে স্কাইপ ‘বন্ধ’

সারাদেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা স্কাইপ ‘বন্ধ’ রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএস পিএবি) মহাসচিব এমদাদুল হক বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, ‘স্কাইপ ব্যবহার করে দেশে এবং দেশের বাইরে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার ব্যাপারে বিটিআরসি থেকে চিঠি পেয়েছেন।’ কয়েকটি আন্তর্জাতিক গেটওয়ে (আইআইজি) সেবা দানকারী প্রতিষ্ঠানও রোববার রাতে একই চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘স্কাইপ বন্ধের ব্যাপারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’ তবে প্রযুক্তিগত সমস্যার কারণে কোথাও কোথাও কিছু সমস্যা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্কাইপ ব্যবহার করেন, এমন অনেকের অভিযোগ তারা আজ সকাল থেকেই স্কাইপ ব্যবহার করে যোগাযোগ করতে পারছেন না।
ফেসবুক ব্যবহারে সমস্যা পূর্ববর্তী

ফেসবুক ব্যবহারে সমস্যা

৬ মাসে ১৫০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পরবর্তী

৬ মাসে ১৫০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

কমেন্ট