সাড়ে ৪ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

সাড়ে ৪ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

রেল লাইন ভেঙে যাওয়ায় কিশোরগঞ্জে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে লাইন মেরামতের পর শুরু হয়েছে ট্রেন চলাচল। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে লাইন ভাঙার বিষয়টি নজরে আসে। লাইন মেরামতের পর দুপুর ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল লাইন ভেঙে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করে চলে যায়। এরপর রেললাইন ভেঙে গেলে বিষয়টি ওই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। পরে স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।’ পরে লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।
বাঘায় শিয়ালের আক্রমণে শিশু আহত পূর্ববর্তী

বাঘায় শিয়ালের আক্রমণে শিশু আহত

একটিই কাচের চুড়ি ভেঙেছিল, সারা গায়ে গরম পানি ঢেলে নির্যাতন চালানো হলো পরবর্তী

একটিই কাচের চুড়ি ভেঙেছিল, সারা গায়ে গরম পানি ঢেলে নির্যাতন চালানো হলো

কমেন্ট