সায়মাকে মন্ত্রিসভার অভিনন্দন

সায়মাকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রতিবন্ধীদের প্রযুক্তিগত ক্ষমতায়নের লক্ষ্যে প্রবর্তিত ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কারের’ আন্তর্জাতিক জুরি বোর্ডে দ্বিতীয়বারের মত চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মাকে অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন দ্বিতীয়বারের মত ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা তাকে অভিনন্দন জ্ঞাপন করেছে।” পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। শাহরিয়ার শহীদের মৃত্যুতে শোক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সচিব শফিউল বলেন, তার মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। গত ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন শাহরিয়ার শহীদ। শাহরিয়ার শহীদ ৩০ বছর বাসসে কাজ করছেন। মুক্তিযুদ্ধের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। শফিউল জানান, শাহরিয়ার শহীদ অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন।
‘ইসির কিছু করার নেই’ পূর্ববর্তী

‘ইসির কিছু করার নেই’

‘মাদার অব হিউম্যানিটি’ পদক মন্ত্রিসভায় অনুমোদন পরবর্তী

‘মাদার অব হিউম্যানিটি’ পদক মন্ত্রিসভায় অনুমোদন

কমেন্ট