সিঙ্গাপুরে দুই জাহাজের সংঘর্ষ, নিহত ২

সিঙ্গাপুরে দুই জাহাজের সংঘর্ষ, নিহত ২

দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন নাবিক। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশীয় নিবন্ধনের একটি ট্যাংকার ও ডোমিনিকান নিবন্ধনের একটি ড্রেজারের মধ্যে এ সংঘর্ষ হয়। ড্রেজারে ছিলেন চীনের ১১ নাগরিক ও মালয়েশিয়ার এক নাগরিক। চীনের সাত নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারে থাকা ইন্দোনেশিয়ার ২৬ নাগরিকের কেউ আহত হননি। তবে সংঘর্ষে ট্যাংকারের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর ড্রেজারটি আংশিক ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকারী জাহাজের সঙ্গে এ কাজে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে সব ধরনের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ১ মাস আগে সিঙ্গাপুরের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ও একটি তেলবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ১০ মার্কিন নাবিক নিহত হন।
এখনই সংঘাত বন্ধ করুন পূর্ববর্তী

এখনই সংঘাত বন্ধ করুন

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ একটা ছোট পদক্ষেপমাত্র : ট্রাম্প পরবর্তী

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ একটা ছোট পদক্ষেপমাত্র : ট্রাম্প

কমেন্ট