সিনিয়ররা মুখ খুললে তবেই প্রকাশ পাবে

সিনিয়ররা মুখ খুললে তবেই প্রকাশ পাবে

গেল বছর থেকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে উত্তাল হলিউড। এর পর থেকেই প্রশ্ন—বলিউডেও কি এমন কিছু হবে? মাঝে এক তথ্যচিত্রে রাধিকা আপ্তেসহ কয়েকজন অভিনেত্রী চলচ্চিত্রজগতে যৌন হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেছেন; যদিও তাঁরা কেউই কারো নাম প্রকাশ করেননি। অভিনেত্রী হুমা কুরেশি মনে করছেন, বলিউডে হয়রানির অনেক ঘটনা থাকলেও সেটা সামনে আসছে না সিনিয়রদের কারণেই, “আমি মনে করি না এখানেও [বলিউড] ‘মিটু’র মতো কোনো আন্দোলন এখনই শুরু হবে। কারণ আমাদের এখানকার সিনিয়র অভিনেত্রীরা এ বিষয়ে চুপ। তাঁরা কোনো ঘটনা প্রকাশ করলেই সাড়া পড়বে। এরপর একের পর এক ঘটনা সামনে আসবে। যেমনটা হয়েছিল হলিউডেও।’ গেল বছর গিনেথ প্যালট্রো, সালমা হায়েক থেকে অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন হলিউডের মুভি মোগলদের বিরুদ্ধে। এরপরই শুরু হয় নির্যাতনবিরোধী ‘মিটু’ আন্দোলন। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী চান বলিউডেও তেমনটা হোক, ‘আমি সত্যিই আশা করি যে ভারতে তেমনটা হবে। তবে এই নির্যাতনবিরোধী আন্দোলন যে শুধু চলচ্চিত্র অঙ্গনেই দরকার তা নয়, এটা সব কর্মক্ষেত্রেই প্রয়োজন।’
‘মিস ইন্ডিয়ার’র মঞ্চে দক্ষিণী সুন্দরীদের জয় পূর্ববর্তী

‘মিস ইন্ডিয়ার’র মঞ্চে দক্ষিণী সুন্দরীদের জয়

টিজারের পর এবার গান উধাও! পরবর্তী

টিজারের পর এবার গান উধাও!

কমেন্ট