সিরাজগঞ্জে একদিনে ৭ স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জে একদিনে ৭ স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইউএনওর প্রচেষ্টায় একরাতেই বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন সাত স্কুলছাত্রী। গতকাল শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ বাল্যবিয়ে ব্ন্ধ করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১৩), বিকেল ৫টায় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর মিটুয়ানী গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২), সন্ধ্যা ৬টায় বেলকুচি পৌরসভার চালা সাতরাস্তা এলাকায় একাদশ শ্রেণির ছাত্রী (১৭), রাত ৮টার দিকে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন-ভাঙ্গাবাড়ী গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৪), রাত ৯টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পেস্তক পাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩), রাত ১০টার দিকে দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) এবং রাত ১১টার দিকে বেলকুচি পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিবাহ বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের অবিভাবকদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেওয়া হয়। উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা অবস্থায় আরও সাত বাল্যবিয়ে বন্ধ করেছিলেন মো. আনিসুর রহমান। এছাড়া সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে দুই শতাধিক বাল্যবিয়ে ঠেকিয়ে রেকর্ড গড়েন এবং সরকারিভাবে পুরস্কৃতও হন তিনি।
আশুলিয়া ও ধামরাইয়ে তরুণীসহ দুজনের লাশ উদ্ধার পূর্ববর্তী

আশুলিয়া ও ধামরাইয়ে তরুণীসহ দুজনের লাশ উদ্ধার

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু পরবর্তী

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু

কমেন্ট