সিরীয় পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সিরীয় পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সিরিয়ার পূর্ব গৌতায় সরকারিবাহিনীর হামলায় অন্তত ১৫০ জনের নিহতের ঘটনায় তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সিরিয়ায় মানবিকতা সমুন্নত রাখতে সকল পক্ষের প্রতি আহবান জানান গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক এসব তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সিরিয় ও রুশ বিমান হামলায় দু'দিনে কমপক্ষে ১৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, 'পূর্ব গৌতায় বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে চার লাখ লোক আতঙ্কের মধ্যে রয়েছে। সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে শঙ্কিত। ' তিনি বলেন, সিরিয়ার সরকারিবাহিনীর অবরোধের কারণে পূর্ব গৌতার বাসিন্দারা অপুষ্টিসহ চরম দূরাবস্থার মধ্যে বসবাস করছে।
'ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই' পূর্ববর্তী

'ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই'

২২০০ কোটি খরচে ১৫০ যুদ্ধযান কিনতে চায় ভারত পরবর্তী

২২০০ কোটি খরচে ১৫০ যুদ্ধযান কিনতে চায় ভারত

কমেন্ট