সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যু গুজব

সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যু গুজব

সিলভেস্টার স্ট্যালোন, তুমুল অ্যাকশন আর অ্যাডভেঞ্চার ছবিতে তিনি যেন তুলনাহীন। তাই তো হলিউডের অ্যাকশন তারকা হিসেবেই সবাই চেনেন তাকে। ৭২ বছর বয়সী খ্যাতিমান হলিউড অ্যাকশন হিরোর মৃত্যুর সংবাদে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আই পি সিলভেস্টার স্ট্যালোন বার্তা দিয়ে টুইটারে এই গুজবটি ছড়ানো হয়। এরপরই সেটি দাবানলের মতো ছড়িয়ে যেতে থাকে। এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরেও এমন একটি গুজব ছড়িয়েছিল। পরবর্তীতে জানা যায়, এটা একটা ধোকা ছিল। কিন্তু দেড় বছর পর গুজবটি আবারও ফিরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে দেড় বছর আগে সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে জীবিত থাকার প্রমাণ দিলেও এবার কিন্তু এখনো নিশ্চুপ আছেন হলিউডের অ্যাকশন নায়ক সিলভেস্টার স্ট্যালোন।
হৃত্বিকের জন্য ১০ কোটি ব্যয়ে শীতাতপনিয়ন্ত্রিত কৃত্রিম শহরতলি পূর্ববর্তী

হৃত্বিকের জন্য ১০ কোটি ব্যয়ে শীতাতপনিয়ন্ত্রিত কৃত্রিম শহরতলি

সালমান খানের এত পাকিস্তান প্রীতি কেন? প্রশ্ন অরিজিত ভক্তদের! পরবর্তী

সালমান খানের এত পাকিস্তান প্রীতি কেন? প্রশ্ন অরিজিত ভক্তদের!

কমেন্ট