সিলেটে গণধর্ষণ: শিক্ষা মন্ত্রণালয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটে গণধর্ষণ: শিক্ষা মন্ত্রণালয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। উক্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং সাতদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের মুরারিচাঁদ কলেজ (এম,সি কলেজ) ক্যাম্পাসে সম্প্রতি সংঘটিত ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনোরূপ ঘাটতি ছিলো কিনা তা সরেজমিনে তদন্তপূর্বক ও বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়-দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে: ১. পরিচালক (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা (আহবায়ক) ২. উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল, সিলেট (সদস্য) ৩. সহকারী পরিচালক (কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা (সদস্য-সচিব) এদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গৃহবধূ ধর্ষণ মামলার ছয় আসামিকে আদালতে তুলে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। যে ছয়জনের নাম তিনি উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। এই ছয়জন হলেন- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।
রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে রায় বৃহস্পতিবার পূর্ববর্তী

রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে রায় বৃহস্পতিবার

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যায় রায় আগামীকাল পরবর্তী

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যায় রায় আগামীকাল

কমেন্ট