সিলেটে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে 'বিশেষ' আয়োজন

সিলেটে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে 'বিশেষ' আয়োজন

পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠা সিলেটের নয়নাভিরাম স্টেডিয়াম দেখে মুগ্ধ প্রতিপক্ষের অনেকেই। প্রায় চার বছর আগে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পেলেও লাল-সবুজের জার্সি নিয়ে খেলা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। সেই আক্ষেপ ঘুচিয়ে আজ সিলেটে 'অভিষেক' হতে যাচ্ছে বাংলাদেশের। এই অভিষেকের রোমাঞ্চকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কোন কমতি নেই সংশ্লিষ্টদের। বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে টসের জন্য বিশেষ কয়েনের ব্যবস্থা। বিশেষায়িত কয়েন দিয়েই ম্যাচে টস করতে নামবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক। এছাড়াও দুই দলের ক্রিকেটার ও অতিথিদের দেয়া হবে বিশেষ সম্মাননা স্মারক। আর আজ দুই দল যখন মাঠে আসবে তখন তাদের বরণ করে নেয়া হবে ফুল ও উৎসবমুখর পরিবেশে। এদিকে, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে জুয়াড়িদের দৌরাত্ম রুখতে শক্ত হাতে মাঠে নেমেছে প্রশাসন। তাছাড়া, পুরো শহর ঢেকে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। নিরাপত্তাব্যবস্থা ও নির্দেশনা মেনে চলে সিলেটবাসীও ইতিবাচক সাড়া দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলংকার জন্যও বিশেষ কিছু। সিরিজ বাঁচানোর এই ম্যাচে বাংলাদেশ জয়ের বিকল্প নেই। জয় দিয়ে তারা রাঙ্গাতে চায় নিজেদের শেষটা। অন্যদিকে, শ্রীলংকা ত্রিদেশীয় সিরিজে বাজেভাবে শুরু করলেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজেও জয়লাভ করে। টি-টোয়েন্টিতেও এক ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করেই বিমানের টিকেট ধরতে চান তারা। উল্লখ্য, ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। অতঃপর শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ সমাপ্তিসূচক টি-২০ ম্যাচটি এই মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শচীনের বিশ্বরেকর্ড ভাঙবেন কোহলি, মুখ খুললেন সৌরভ! পূর্ববর্তী

শচীনের বিশ্বরেকর্ড ভাঙবেন কোহলি, মুখ খুললেন সৌরভ!

নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি পরবর্তী

নিজের অবসর নিয়ে মুখ খুললেন কোহলি

কমেন্ট